৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ইসরায়েলি বিমান হামলায় ১৭ ফিলিস্তিনি নিহত

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

গাজায় ভোর থেকে শুরু করে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত ১৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজা অঞ্চলের বিভিন্ন হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।

আলজাজিরা আরবির প্রতিবেদনে আল-আকসা শহীদ হাসপাতালের সূত্র উদ্ধৃত করে বলা হয়েছে, নিহতদের মধ্যে একটি পরিবারের তিনজন সদস্য রয়েছেন, যারা মধ্য গাজার দেইর আল-বালাহ শহরে বসবাস করছিলেন।

এ ছাড়া, গাজা শহরের রেমাল ও শেখ রাদওয়ান এলাকায় আলাদা হামলায় আরো চারজন নিহত হয়েছেন বলে আল-শিফা হাসপাতালের সূত্র জানিয়েছে।

অন্যদিকে, গাজা শহরের তুফফাহ এলাকার জাফফা স্ট্রিটে একটি বাড়িতে ইসরায়েলি বোমা হামলায় আরো চারজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন বলে আল-আহলি হাসপাতালের এক সূত্র জানিয়েছে।

সূত্র : আলজাজিরা

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ