৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সন্ধ্যায় জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতির প্রেক্ষিতে শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় জরুরি বৈঠক আহ্বান করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকটি অনুষ্ঠিত হবে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়।  

বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানিয়েছেন, বৈঠকে দেশের শীর্ষ অর্থনীতি বিশেষজ্ঞ, উপদেষ্টা পরিষদের সদস্য এবং সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা অংশ নেবেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘রিসিপ্রোকাল ট্যারিফ’ বা পাল্টা শুল্ক নীতির আওতায় বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ আমদানি শুল্ক আরোপের ঘোষণা দেন। এ সিদ্ধান্তে বাংলাদেশের রপ্তানি খাতে বড় ধরনের ধাক্কা লাগার আশঙ্কা তৈরি হয়েছে।

এই পরিস্থিতিতে সরকারের নীতিনির্ধারকরা আজকের বৈঠকে সম্ভাব্য প্রতিক্রিয়া, কৌশলগত করণীয় এবং আন্তর্জাতিক কূটনৈতিক উদ্যোগ নিয়ে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, মার্কিন এই সিদ্ধান্ত শুধু বাংলাদেশের অর্থনীতি নয়, দক্ষিণ এশিয়ার অন্যান্য উন্নয়নশীল দেশের রপ্তানি বাণিজ্যের ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বাংলাদেশের পক্ষ থেকে শিগগিরই আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ শুরু করার পরিকল্পনা রয়েছে বলেও একটি সূত্র জানিয়েছে।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ